Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রমজানে বিভিন্ন দেশে ভোগ্যপণ্যের দাম কমেছে, বাংলাদেশে বেড়েছে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ মে ২০১৯, ০৩:২৩ PM
আপডেট: ১১ মে ২০১৯, ০৩:২৩ PM

bdmorning Image Preview


রমজানে বিশ্বের সব জায়গায় মুসল্লিদের বিশেষ সুবিধা দিতে বিভিন্ন ভোগ্য পণ্যের দামে আসে বিশেষ পরতিবর্তন। বিভিন্ন পণ্যের উপরে দেওয়া হয় ছাড়, কিন্তু ভিন্ন চিত্র দেখা যায় বাংলাদেশে। প্রতি বছর রমজান এলেই আমাদের দেশে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম বাড়ে। অথচ বিশ্বের বিভিন্ন দেশে এই চিত্র পুরোই উল্টো।

মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ এশিয়ার দেশ মালয়েশিয়ায়ও রমজান মাসে এলে বিভিন্ন পণ্যের দাম কমানো হয়। এরই মধ্যে আরব আমিরাতের বাজারে নিত্যপণ্যে মূল্যছাড়ের প্রতিযোগিতা শুরু হয়েছে। দেশটির অর্থ মন্ত্রণালয়ের ভোক্তা সুরক্ষা বিভাগ কিছু কিছু পণ্যে ৫০ শতাংশের ওপরে ছাড় ঘোষণা করেছে। পুরো রমজান মাসজুড়ে বিভিন্ন পণ্যের ওপর এই মূল্যছাড় বলবৎ থাকবে।

সৌদি আরবের বিভিন্ন পণ্য সরবরাহ কোম্পানি রমজানে ১২ হাজার পণ্যে মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে। খাদ্যপণ্যে সর্বোচ্চ ৭৭ শতাংশ এবং খাদ্যপণ্য না হলে সর্বোচ্চ ৫০ শতাংশ মূল্যছাড় দেবে তারা। এছাড়া তেলসমৃদ্ধ দেশ কাতারে ৫০৩টি ভোগ্য পণ্যে রমজান উপলক্ষ্যে মূল্যছাড় দেয়া হয়েছে। রমজানের পাঁচদিন আগে থেকে হ্রাসকৃত মূল্যে এসব ভোগ্যপণ্য কিনতে পারছে সেখানকার ভোক্তারা।

 

এদিকে এশিয়ার দেশ মালয়েশিয়ায় ১০টি ভোগ্যপণ্য নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশনা জারি করেছে দেশটির সরকার। এর মধ্যে রয়েছে আটা, চিনি, মুরগির মাংস, মুরগির ডিম, মটরশুঁটি ও নারকেল।

 

অন্যদিকে রমজান মাস এলেই বাংলাদেশে বিভিন্ন ভোগ্যপণ্যের দাম বৃদ্ধি পায়। অধিক মুনাফার আশায় অনেক ব্যবসায়ী কেবল রমজান মাসকে টার্গেট করে নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের দাম বাড়ায়। তাই পুরো রমজানজুড়ে ছোলা, চিনি, ডিম, দুধ, মাছ, মাংস, খেজুর, ‍মুড়ি ও ফলসহ বিভিন্ন পণ্য অতিরিক্ত দামে কিনতে হয় বাংলাদেশের মানুষজনকে।

Bootstrap Image Preview