Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্বপ্নের ইউরোপে পাড়ি জমাতে লাশ হলো প্রতিবেশী ৪ প্রবাসী

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: ১২ মে ২০১৯, ০৪:৩০ PM
আপডেট: ১২ মে ২০১৯, ০৪:৩০ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে সিলেটের ফেঞ্চুগঞ্জের ৪ জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর এলাকার মুয়িদ পুর গ্রামের হারুন মিয়ার পুত্র আব্দুল আজিজ (২৫), একই গ্রামের মন্টু মিয়ার পুত্র আহমদ (২৪) এবং সিরাজ মিয়ার পুত্র লিটন (২৪)।

এ ব্যাপারে নিহত আজিজের ভাই মফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার (১২ মে) বেলা ৩টার দিকে তিউনিসিয়া উপকুল থেকে বেঁচে যাওয়া তার চাচা মুয়িদপুর গ্রামের দিলাল ফোন করে বিষয়টি নিশ্চিত করেন।

এ ঘটনায় ফেঞ্চুগঞ্জের দিনপুর গ্রামের আরেকজন নিহত হয়েছে। তার নাম পরিচয় এখনও জানা যায়নি।

Bootstrap Image Preview