Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আলবেনিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরে বোমা হামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ মে ২০১৯, ০৪:৪০ PM
আপডেট: ১২ মে ২০১৯, ০৪:৪৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পদত্যাগের দাবিতে আলবেনিয়ার প্রধানমন্ত্রী ইদি রমার দপ্তরে পেট্রোল বোমা হামলা চালিয়েছে দেশটির সরকারবিরোধী বিক্ষোভকারীরা। এই ঘটনায় বিরোধী দলের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। 

শনিবার (১১ মে) প্রধানমন্ত্রীর দপ্তরের সামনে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়।

বিবিসি জানিয়েছে, গত ফেব্রুয়ারি থেকেই নতুন নির্বাচনের দাবিতে সোচ্চার আলবেনিয়ার সরকারবিরোধীরা। নির্বাচনে জালিয়াতি ও দুর্নীতির দায়ে তিন মাস ধরে রমার পদত্যাগের দাবি জানিয়ে আসছে বিক্ষোভকারীরা। এ সময় বিক্ষোভকারীরা স্লোগান দেয়, ‘আমরা একটি ইউরোপিয়ান আলবেনিয়া চাই।

এদিকে নির্বাচনের দাবিতে বিরোধী এমপিরা পার্লামেন্ট বর্জন করছেন। শনিবার প্রধানমন্ত্রীর দপ্তরের প্রবেশপথে পেট্রোল বোমা হামলার পর ভবিষ্যতে আরও বড় ধরনের বিক্ষোভের হুঁশিয়ারি দেন বিরোধী ডেমোক্রেটিক পার্টির নেতা লুলজিম বাশা।

বিক্ষোভকারীদের উদ্দেশে বাশা বলেন, যতদিন পর্যন্ত সরকার আলবেনিয়াকে ইউরোপ থেকে বিচ্ছিন্ন রাখবে  ততদিন এই লড়াই অব্যাহত থাকবে। আমাদের মিশন হচ্ছে, আমরা অপরাধ ও দুর্নীতি থেকে দেশকে মুক্ত করবো। আলবেনিয়াকে ইউরোপের অন্যান্য অংশের মতো করে বিনির্মাণ করা হবে।

অন্যদিকে বিরোধীদের অবস্থানকে অন্ধনীতি হিসেবে আখ্যায়িত করেছেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী বলেন, বিরোধীরা সরকারের পদত্যাগের দাবি তুলছে, যা দুঃখজনক। তাদের আগুন সরকারের নয় বরং দেশের ক্ষতি করেছে।

 

Bootstrap Image Preview