Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তাপদাহে মারা গেল ঋণের টাকায় কেনা এক হাজার মুরগি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১২ মে ২০১৯, ০৫:২১ PM
আপডেট: ১২ মে ২০১৯, ০৫:২১ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


নওগাঁর রাণীনগর উপজেলায় প্রচণ্ড তাপদাহে এক খামারীর প্রায় এক হাজার ব্রয়লার মুরগি মারা গেছে।

সপ্তাহজুড়ে টানা তাপদাহের কারণে শনিবার (১১ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত ১২০০ মুরগীর মধ্যে প্রায় এক হাজার মুরগি পর্যায়ক্রমে মারা যাওয়ায় ঋণের বোঝা কাঁধে নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন খামারী মো: সাজ্জাদ হোসেন।

উপজেলার কালীগ্রাম ইউনিয়নের ভান্ডারা গ্রামের মৃত বাদেস আলী প্রাং এর ছেলে সাজ্জাদ হোসেন বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋণ দিয়ে গত প্রায় এক মাস আগে ব্রয়লার মুরগির বাচ্চা কিনে তার নিজস্ব মুরগি শেডে বাণিজ্যিকভাবে পালন করছিল। গত ৩০ দিনে প্রতিটি মুরগির ওজন হয়েছিল প্রায় এক কেজি থেকে দেড় কেজি পর্যন্ত।

এরই মধ্যে সপ্তাহজুড়ে অব্যহত প্রচণ্ড তাপদাহের কারণে খামারের সাদা ব্রয়লার জাতের ১২শ’ মুরগীর মধ্যে প্রায় এক হাজার মুরগি মারা যায়। এতে খামারী সাজ্জাদ হোসেনের সব খরচ-বরজসহ প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

খামারী সাজ্জাদ হোসেন ২০১০ সাল থেকে এই ব্যবসার সাথে জরিত। তিনি নিজ বাড়ির পাশে নিজ উদ্দোগে গড়ে তোলেন বাণিজ্যিক ভিত্তিক মুরগির খামার।

Bootstrap Image Preview