Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্কুলছাত্রীর ব্যাগে শত শত ছারপোকা, মা গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ মে ২০১৯, ০৭:৫৪ PM
আপডেট: ১২ মে ২০১৯, ০৭:৫৪ PM

bdmorning Image Preview


ক্লাস করা অবস্থায় স্কুল ছাত্রীর ব্যাগ থেকে বেরিয়ে এলো শত শত ছারপোকা। এ দৃশ্য দেখে স্কুল কর্তৃপক্ষ খবর দিল পুলিশকে। পুলিশ এসে গ্রেফতার করল ওই ছাত্রীর মাকে। এখন ওই মায়ের নাকি ২৫ বছর পর্যন্ত জেল হতে পারে।

 

ফ্লোরিডা পুলিশের বরাত দিয়ে সংবাদ মাধ্যম সিএনএন জানায়, ফ্লোরিডার ৩৪ বছর বয়সী জেসিকা মিল্টন স্টিভেনসনের ৫টি সন্তান। তাদের বয়স ৫-১৪ বছরের মধ্যে। তারা প্রত্যেকে নোংরা পরিবেশে বসবাস করে।

ওই ছাত্রীর স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, মেয়েটি বেশ কয়েক দিন যাবৎ একই পোশাকে স্কুলে আসছিল। তার পোশাক ছিল নোংরা ও কেকের দাগ লেগেছিল। এ জন্য স্কুল কর্তৃপক্ষ তাকে সতর্কও করেছিল। এছাড়া ওই ছাত্রীর ব্যাগে তেলাপোকার মলের দাগ ছিল।

স্কুল কর্তৃপক্ষ আরও জানায়, দ্বিতীয় গেডের ওই ছাত্রী জানিয়েছে- সে কতদিন আগে গোসল করেছে তা বলতে পারবে না। এমনকি ওই ছাত্রীর পোশাকে প্রস্রাবের দাগও রয়েছে।

স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে অভিযোগ পেয়ে ওই ছাত্রীর বাড়িতে যায় দেশটির পুলিশ। ওই বাড়িটি খুব নোংরা, অগোছালো ও তেলাপোকায় ভরা।

পুলিশ জানায়, বাড়িটির প্রত্যেক স্থানে তেলাপোকা ও ময়লা ছড়িয়ে আছে। সন্তানদের বিছানা-পোশাক যত্রতত্র ছিটানো। তাদের পোশাক রান্নাঘরের পাত্র এবং প্যানের মধ্যে। এমনকি ক্যাবিনেট / ফ্রিজের ভিতরে শিশুদের গদি দেখতে পায় পুলিশ। ফ্রিজের ক্যাবিনেটের মধ্যে কোনো খাবার ছিল না।

ওই ছাত্রী মা স্টিভেনসনকে সন্তানের অবহেলা এবং নোংরার জন্য পাঁচটি মামলায় অভিযুক্ত করা হয়েছে। এতে দোষী সাব্যস্ত হলে তার ২৫ বছরের জেল হতে পারে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছে স্টিভেনসন। তিনি শনিবার সিএনএনকে জানান, তিনি কখনো তার সন্তানদের অবহেলা করেননি।

স্টিভেনসন তার প্রতিনিধিত্ব করার জন্য সরকারি উকিল চান আদালতে প্রতিবেদন দাখিলের জন্য। তবে সরকারি উকিল না থাকায় পাশের সান্তা রোজা কাউন্টি থেকে একজন অ্যাটর্নিকে আসতে বলা হয়েছে। তবে তার উত্তর এখনো আসেনি বলে জানিয়েছে কাউন্টি কোর্ট ক্লার্কের অফিস।

নিজেকে একাকী এবং তার আয় কম দাবি করে স্টিভেনসন বলেন, একজন একাকী দরিদ্র মায়ের পক্ষে পাঁচজন বাচ্চার দেখভাল করা সহজ নয়। আমি আমার সন্তানদের ভাল করতে চাই এবং আমি চেষ্টাও করছি। কিন্তু কম আয়ের জন্য তা সম্ভব হচ্ছে না।

Bootstrap Image Preview