Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সালামকে ছয় মামলায় জামিন, মুক্তিতে বাধা নেই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ মে ২০১৯, ০৮:০৫ PM
আপডেট: ১২ মে ২০১৯, ০৮:০৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুস সালামকে নাশকতার ছয় মামলায় জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। ফলে আবদুস সালামের মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। 

রবিবার (১২ মে) হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার সাকিব মাহবুব।

সাকিব মাহবুব বলেন, ২০১৮ সালের নির্বাচনের আগে রাজধানীর পল্টন থানায় নাশকতার অভিযোগে ছয়টি মামলা হয়। এসব মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনের পর ২৮ এপ্রিল আত্মসমর্পণ করলে ঢাকা মহানগর দায়রা জজ আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ছয় মামলায় হাইকোর্ট তাকে জামিন দিয়েছেন। ফলে তার জামিনে মুক্তিতে বাধা নেই।

 

Bootstrap Image Preview