Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সুনামগঞ্জে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২ মে ২০১৯, ০৯:০০ PM
আপডেট: ১২ মে ২০১৯, ০৯:০৩ PM

bdmorning Image Preview
প্রতীকী


সুনামগঞ্জ থেকে প্রকাশিত স্থানীয় দৈনিকের শাল্লা উপজেলা প্রতিনিধি সাংবাদিক জয়ন্ত সেনকে হত্যাচেষ্টা ও তার উপর হামলার ঘটনায় থানায় ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

শুক্রবার (১০ মে) আহত সাংবাদিক জয়ন্ত সেন শাল্লা থানায় ওই মামলাটি দায়ের করেন। মামলার প্রধান আসামি গোপাল রায়কে ইতিমধ্যে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ। গোপাল উপজেলার আনন্দপুর গ্রামের মৃত নগেন্দ্র রায়ের ছেলে।

মামলায় অন্যান্য আসামিরা হল, উপজেলার আনন্দপুর গ্রামের মৃত রবীন্দ্র রায়ের ছেলে রিংকু রায়, মৃত প্রাণকৃষ্ণ রায়ের ছেলে ইন্দ্রজিত রায়, রবীন্দ্র রায়ের ছেলে মিহির রায় ও রানা রায় এবং একই গ্রামের বাবলু রায়সহ অজ্ঞাতনামা আরো ২ থেকে ৩ জন।

প্রসঙ্গত, সংবাদ প্রকাশের জের ধরে ৫মে সন্ধ্যায় সুনামগঞ্জ আসার পথে উপজেলার নিয়ামতপুর-জয়পুর নামক মধ্যবর্তী স্থানে শিশু কন্যা ধর্ষণ চেষ্টাকারি গোপাল রায়ের নেতৃতে জয়ন্ত সেনের উপর একদল দুবৃক্ত হামলা চালায়। দুবৃক্তরা দেশিয় অস্ত্রশস্ত্র দিয়ে বেদম মারপিট করে মৃত ভেবে তার এক পা ভেঙ্গে দিয়ে তাকে হাওরের নির্জন স্থানে ফেলে যায়। জয়ন্ত সেন বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার সুনামগঞ্জ পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান জানান, শাল্লা থানার ওসিকে অভিযুক্ত আসামিদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে।

Bootstrap Image Preview