Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্কুলছাত্রীকে উত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: ১২ মে ২০১৯, ১০:১০ PM
আপডেট: ১২ মে ২০১৯, ১০:১০ PM

bdmorning Image Preview
প্রতীকী


সিলেটের বিশ্বনাথে স্কুলছাত্রীকে উত্যক্তের দায়ে মনির মিয়া (৩৩) নামে এক যুবককে নয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের কর্মকলাপতি (মাধবপুর) গ্রামের মৃত আবদুস সাত্তারের পুত্র।

রবিবার (১২ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের হাকিম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা তাকে এই দণ্ড দেন।

সূত্র জানায়, স্থানীয় একটি একাডেমিতে দশম শ্রেণির ওই ছাত্রীকে একাডেমিতে যাওয়া-আসার পথে উত্যক্ত করত তারই প্রতিবেশী মনির। সর্বশেষ গত শনিবারও সে তাকে উত্যক্ত করে। বিষয়টি অবহিত হয়ে রাতেই বৈঠকে বসেন গ্রামের মুরব্বীরা। মনির বৈঠক অগ্রাহ্য করে ছাত্রীর বসত ঘরে ইটপাটকেল নিক্ষেপ করে।

এ নিয়ে থানায় অভিযোগ দেয়া হলে রবিবার সকালে অভিযুক্ত মনিরকে আটক করে পুলিশ। পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগকারী, অভিযুক্ত ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য শুনে মনির মিয়াকে নয় মাসের কারাদণ্ড প্রদান করেন।

এর সত্যতা স্বীকার করে ভ্রাম্যমাণ আদালতের হাকিম বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা বলেন, উত্যক্তের দায়ে মনির মিয়াকে নয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

Bootstrap Image Preview