Bootstrap Image Preview
ঢাকা, ০৩ বৃহস্পতিবার, জুলাই ২০২৫ | ১৯ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাণিজ্য যুদ্ধে ভয় নেই: চীন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ মে ২০১৯, ১২:৪৬ PM
আপডেট: ১৩ মে ২০১৯, ১২:৪৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বাণিজ্য যুদ্ধে কোন পক্ষ বিজয়ী হবে না বলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না চীন। তবে এ ধরনের যুদ্ধে ভয় নেই চীনের। 

সোমবার (১৩ মে) চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ‘পিপলস ডেইলি’তে প্রকাশিত এক সংবাদভাষ্যে এ মন্তব্য করা হয়েছে।

পিপলস ডেইলি’র সংবাদভাষ্যকে চীন সরকারের রাষ্ট্রীয় অবস্থান বলে মনে করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন থেকে যুক্তরাষ্ট্রের রপ্তানি করা প্রতিটি পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকি দেয়ার পর বেইজিংয়ের পক্ষ থেকে এ ঘোষণা এল।

জানা যায়, বাণিজ্যিক মতপার্থক্য নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য চীনের দরজা সব সময় খোলা রয়েছে। তবে নিজের বাণিজ্যিক নীতির সঙ্গে চীন যেমন আপোষ করবে না তেমনি নিজের অগ্রাধিকারের বিষয়গুলোতে ছাড় দিতেও রাজি নয় বেইজিং।

এর আগে শুক্রবার চীনের উপ প্রধানমন্ত্রী লিউ হি একই ধরনের মন্তব্য করে জানিয়েছিলেন, চীন ও আমেরিকার মধ্যে সহযোগিতা হচ্ছে শ্রেষ্ঠ পন্থা, তবে নিজের মৌলিক নীতির প্রশ্নে আপোষ করবে না বেইজিং।

Bootstrap Image Preview