Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

২০ দলীয় জোটের বৈঠক বিকেলে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ মে ২০১৯, ০১:২১ PM
আপডেট: ১৩ মে ২০১৯, ০১:২১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


২০ দলীয় জোটের টানাপোড়ন আর ভাঙনের মুখে বৈঠক আহ্বান করেছে বিএনপি। 

সোমবার (১৩ মে) শরিকদের ক্ষোভ প্রশমনে বিকেল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

জোট থেকে সম্প্রতি বেরিয়ে যাওয়া বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকেও বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বৈঠকে তার যোগদানের বিষয়টি এখনও নিশ্চিত নয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচিত পাঁচ এমপি জোটের সিদ্ধান্তের বাইরে এককভাবে দলীয় সিদ্ধান্তে শপথ নেওয়ার ঘটনায় ক্ষুব্ধ শরিক জোটের শীর্ষ নেতারা। তাদের এ ক্ষোভ দূর করতেই বৈঠক ডাকা হয়েছে।

স্কাইপের সাহায্যে ভিডিও কলের মাধ্যমে বৈঠকে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শরিক নেতাদের সঙ্গে আলোচনা করবেন। সংসদে যোগ দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত শরিকদের অবহিত করা হবে। একই সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে।

এর আগে, গত ১১ ফেব্রুয়ারি এ জোটের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সেটি ছিল জোটের দ্বিতীয় বৈঠক। দীর্ঘদিন ধরে বৈঠক না ডাকায় জোটের বাঁধন হালকা হয়ে গেছে বলে মনে করেন নেতারা।

 

Bootstrap Image Preview