Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু, ছিটকে পড়লেন স্ত্রী

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৩ মে ২০১৯, ০৫:১৫ PM
আপডেট: ১৩ মে ২০১৯, ০৫:১৫ PM

bdmorning Image Preview
প্রতীকী


গাজীপুরের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর রহিম (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় নিহত ব্যক্তিকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী আহত হয়েছেন।

সোমবার (১৩ মে) সকালে কালীগঞ্জ পৌরসভার বাজার মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রহিম ঝালকাঠি সদর উপজেলার গোবিন্দদবল গ্রামের মো. শুক্কুর আলীর ছেলে। তিনি শরীফ ফার্মাসিউটিক্যাল নামের একটি ঔষধ কোম্পানিতে কালীগঞ্জ উপজেলার বিক্রয় প্রতিনিধি ছিলেন এবং বাজার এলাকায় ৩ তলা একটি ভবনে ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে রহিমের স্ত্রী বাসার বেলকুনিতে ছেলের ভেজা কাপড় শুকাতে দেন। এ সময় পাশের টিনসেট দোকানে বিদ্যুতের তারের উপরে বাতাসে ছেলের কাপড় উড়ে পড়ে যায়। পরে লোহার রড দ্বারা রহিম তুলতে গেলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। স্বামীর এ অবস্থা দেখে স্ত্রী বাঁচাতে গেলে তাকে ছিটকে ফেলে। এ সময় তিনি আহত হন।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নেছরা উদ্দিন জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে উর্ধ্বতনদের সাথে কথা বলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। স্থানীয়ভাবে নামাজে জানাযা শেষে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাবে।

Bootstrap Image Preview