বাংলাদেশ ছাত্রলীগের সহ-সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের একমাত্র ছেলে আশিক খান।
সোমবার (১৩ মে) ছাত্রলীগের ৩০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে আশিক খান ২৩ জন সহ-সম্পাদকের মধ্যে দুই নম্বর সহ-সম্পাদক মনোনীত হয়েছেন।
সংগঠনটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন জানান, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের পর ৩০১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতি হয়েছেন ৬১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ১১ জন, সাংগঠনিক সম্পাদকের পদ পেয়েছেন ১১ জন। এছাড়া বিষয়ভিত্তিক সব সম্পাদক এবং সহ সম্পাদক ও উপসম্পাদকের নামও ঘোষণা করা হয়।
২০১৮ সালের ১১ ও ১২ মে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সে বছরের ৩১ জুলাই রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে সভাপতি ও গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। সোমবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।
আশিক এর আগে ছাত্রলীগের ঢাকা চিকিৎসাবিজ্ঞান জেলা শাখার মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক ছিলেন।