Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন জসিম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ মে ২০১৯, ১১:০৯ PM
আপডেট: ১৩ মে ২০১৯, ১১:০৯ PM

bdmorning Image Preview


ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সালাহউদ্দিন জসিম। এর আগে তিনি কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থী সালাহউদ্দিন জসিম যুগান্তর, বাংলানিউজসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে সাংবাদিকতা করেছেন। বর্তমানে পরিবর্তন ডটকমে কাজ করছেন।

সম্মেলনের এক বছর পর সোমবার ৩০১ সদস্যবিশিষ্ট ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতি হয়েছেন ৬১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ১১ জন, সাংগঠনিক সম্পাদকের পদ পেয়েছেন ১১ জন। এছাড়া বিষয়ভিত্তিক সব সম্পাদক এবং সহ সম্পাদক ও উপসম্পাদকের নামও ঘোষণা করা হয়।

এরআগে, গত বছরের ১১-১২ মে ছাত্রলীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের আড়াই মাস পর (৩১ জুলাই) সভাপতির পদে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক পদে গোলাম রাব্বানীর নাম ঘোষণা করা হয়। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখার সভাপতি, সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়।

রীতি অনুযায়ী সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণার পর দ্রুততম সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা। কিন্তু দুই সদস্যের এ কমিটির মেয়াদ প্রায় ১১ মাস পর হলো পূর্ণাঙ্গ কমিটি। যে কমিটিতে উপ-গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সালাহউদ্দিন জসিম।

Bootstrap Image Preview