আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শরীয়তপুর জেলার ফাহাদ হোসেন তপু।
শিক্ষা, শান্তি, অগ্রগামী পতাকা বাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ব্ঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শকে ধারণ করেই ছাত্রলীগের নেতৃত্ব দিতে চান এই তরুণ নেতা।
সোমবার (১৩ মে) ছাত্রলীগের পূর্ণাঙ্গ অনুমোদিত কমিটির তালিকা নিয়ে গণভবনে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। পরে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করেন।
গত বছরের ১১ মে ছাত্রলীগের ২৯তম সম্মেলন অনুষ্ঠিত হয়। একবছর পর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হলো।
সোমবার বিকালে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ এর সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী'র স্বাক্ষরিত এবং আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে একপ্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে ফাহাদ হোসেন তপুকে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
ফাহাদ হোসেন তপু স্কুল জীবনে তৃর্ণমূল থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারন করে ছাত্র রাজনীতির সাঙ্গে জড়িয়ে পরেন। তিনি মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যায়ন কালে শরীয়তপুর জেলা ছাত্রলীগের সদস্য ছিলেন। এর পরে তিনি বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের তথ্য ও গবেষণা এবং সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।
ছাত্রনেতা ফাহাদ হোসেন তপু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী এক বর্ণাঢ্য রাজনৈতিক পরিবারের সন্তান। আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, শরীয়তপুর -১ আসনের সাংসদ এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ইকবাল হোসেন অপুর ছোট ভাই। তার বাবা মরহুম আলহাজ্ব সুলতান হোসেন মিয়া ছিলেন শরীয়তপুর জেলার একজন ত্যাগি নেতা।
ফাহাদ হোসেন তপু বলেন, আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী একজন ছাত্রলীগের কর্মী। আমাকে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ এর সহ-সভাপতি নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি এবং সাধারন সম্পাদককে জানাই কৃতজ্ঞতা। ১৬ কোটি মানুষের নয়নমনী প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব অর্পন করেছে তা আমি সর্বদা সততার ও নিষ্ঠার সঙ্গে পালন করবো। ছাত্রলীগ তথা আওয়ামী লীগকে ও প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষ্য সর্বদা নিজেকে নিয়োজিত রাখবো।