Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মোস্তাফিজ ও মিরাজদের নিয়ে যা বললেন মাশরাফি 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ মে ২০১৯, ০৪:৫৩ PM
আপডেট: ১৪ মে ২০১৯, ০৯:০৭ PM

bdmorning Image Preview


ত্রিদেশীয় সিরিজে বেশ ছন্দে রয়েছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পর পর দুটি ম্যাচ বড় ব্যবধানে জয় লাভ করেছে। তাতে বেশ খুশি টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা।

গতকাল ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে পাঁচ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ঐ ম্যাচে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৪৭ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা। ফলে এই রান তাড়া করতে তামিম ও মুশফিকদের খুব একটা কষ্ট হয়নি।  তাই ম্যাচে শেষে সংবাদ সম্মেলনে মোস্তাফিজ-মিরাজ-সাকিবের দারুণ বোলিংয়ের প্রশংসা করলেন মাশরাফি। 

মাশরাফি বলেন, ‘আমরা সত্যিই ভালো বল করেছি। শুরুটা ভালো হয়নি, তবে ব্রেকথ্রু পেয়েছি। মাঝের ওভারগুলোতে মোস্তাফিজুর ভালো বল করেছে, সাকিব ও মিরাজও দারুণ ছিল। ফাইনালে যাওয়াটা আমাদের জন্য খুবই ‍গুরুত্বপূর্ণ। ছেলেরা এখন কিছুটা নিশ্চিন্ত হলো, তবে এখনও দুটি ম্যাচ বাকি, আমরা নিজেদের সেরাটাই দেব, দেখা যাক ফাইনালটা কেমন যায়।’

Bootstrap Image Preview