Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভেজালবিরোধী অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ২ লাখ ১৫ হাজার টাকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ মে ২০১৯, ০৬:১০ PM
আপডেট: ১৪ মে ২০১৯, ০৬:১০ PM

bdmorning Image Preview


ভেজালবিরোধী অভিযান চালিয়ে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাণিজ্য মন্ত্রণালায়ের মনিটরিং টিম।

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় এ জরিমানা করা হয়। সোমবার শনিরআখড়া ও রায়েরবাগ এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রতিষ্ঠানগুলো হল শনিরআখড়া ইসলামিয়া সুইটস অ্যান্ড বেকারি (৫০ হাজার), হক বেকারি অ্যান্ড সুইটস (১ লাখ), রায়েরবাগ মেসার্স আব্রার ফুডস (৫০ হাজার), জাকারিয়া মুরগির দোকান (১ হাজার) ও ভাই ভাই স্টোর (৪ হাজার) টাকা।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক (তদন্ত) মো. মাসুম আরেফিন। এ সময় সার্বিক সহযোগিতা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ান সদস্যরা।

Bootstrap Image Preview