Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘রাতে মাকে গালি দেয় বাবা’ সকালে মিলল ঝুলন্ত লাশ

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৪ মে ২০১৯, ০৬:১৭ PM
আপডেট: ১৪ মে ২০১৯, ০৬:১৭ PM

bdmorning Image Preview


পটুয়াখালীর কলাপাড়ায় এক সন্তানের জননী গৃহবধূ রেক্সোনার (২৫) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ মে) সকাল সাড়ে দশটায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব বাদুরতলী গ্রামের নিজ বাড়ি থেকে রেক্সোনার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

গলায় ফাঁশ লাগিয়ে রেক্সোনা আত্মহত্যা করে বলে জানায় তার পরিবার। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে নিহতের স্বামী শাহীন খান।

নিহতের ছয় বছরের ছেলে জুনায়েদ জানায়, বাবা মায়ের সাথে রাতে ঝগড়া হলে তার বাবা মাকে গালি (খামার) দেয়।

কলাপাড়া থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, পুলিশ লাশের ময়নাতদন্তের উদ্যোগ নিয়েছে। একটি ইউডি মামলা হয়েছে।

Bootstrap Image Preview