Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফটোগ্রাফারের খপ্পরে পড়ে সজলের বউ হাতছাড়া!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ মে ২০১৯, ০৯:১৪ PM
আপডেট: ১৪ মে ২০১৯, ০৯:১৪ PM

bdmorning Image Preview


সদ্য বিয়ে করেছেন ছোট পর্দার রাজপুত্র সজল। তার সুন্দরী স্ত্রী লাক্স তারকা অর্ষা। স্ত্রীকে নিয়ে হানিমুনে গিয়ে নানান ঝক্কি ঝামেলার মুখে পড়েছেন সজল। তবে ঘটনাটি বাস্তবে নয়, নাটকে।

‘তোতামিয়ার হানিমুন’ শিরোনামের নাটকটিতে পুরান ঢাকার বাকর খানি ব্যবসায়ী বোকা স্বভাবের তোতা মিয়া চরিত্রে অভিনয় করেছেন সজল। তার স্ত্রী সিনেমা পাগল কুলসুম বেগম চরিত্রে আছেন অর্ষা।

নাটকটিতে দেখা যাবে, ফটোগ্রাফার মজনুর খপ্পরে পড়ে নায়িকা হওয়ার শখ জাগে কুলসুম বেগমের। আর তাই চিত্রপরিচালক জামানের হাত ধরে কুলসুম পাড়ি জমায় বিএফডিসিতে।

এদিকে বউ হাতছাড়া হয়ে যাওয়ায় বেচারা তোতামিয়ার সাধের হানিমুনটি রূপ নেয় বিষাদে। কি করবে বোঝে উঠতে পারেন না তিনি।

কমেডি ঘারানার এই নাটক তৈরি করেছেন আলী সুজন। পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্যও করেছেন তিনি। বেঙ্গল ব্রিজ প্রযোজিত নাটকটি আসছে রোজার ঈদের দিন বিকেল ৫টা ৩০ মিনিটে এশিয়ান টিভিতে প্রচার হবে।

Bootstrap Image Preview