চট্টগ্রামের হাটহাজারীর ধলই ইউনিয়নের বালুরটাল এলাকায় ভেজালবিরোধী অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় একরুমের একটি কারখানায় ২৮ ব্রান্ডের দেশি-বিদেশি ভেজাল পণ্য তৈরির প্রমাণ পাওয়ায় কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্বে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।
মো. রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাত্র ১২০ বর্গফুট আয়তনের একটি কারখানা থেকে সিলন, মির্জাপুর, রাঁধুনীসহ ২৮টি নামি ব্রান্ডের প্যাকেট নকল করে তৈরি প্রায় ১ টন ভেজাল পণ্য জব্দ করে নষ্ট করা হয়। কারাখানাটি সিলগালা করে দেওয়া হয়।
তিনি বলেন, সিলন চা পাতার প্যাকেট নকল করে সেভরন চা পাতা, মির্জাপুর চা পাতার প্যাকেট নকল করে মিয়াজিপুর চা পাতা, রাঁধুনি সরিষার তেলের বোতল ও স্টিকার নকল করে জয়া রাঁধুনি সরিষার তেল তৈরিসহ ক্রেতা ঠকাতে ২৮টি ব্রান্ডের নকল পণ্য তৈরি হচ্ছিলো এ কারখানায়।