Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শিশু হাসপাতালের বাথরুম থেকে নবজাতক উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ মে ২০১৯, ১১:৩৪ AM
আপডেট: ১৫ মে ২০১৯, ১১:৩৪ AM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজধানীর শেরেবাংলা নগর থানার শিশু হাসপাতালের কমন বাথরুমের ভেতর থেকে হাসপাতাল কর্তৃপক্ষ ৩ থেকে ৪ দিন বয়সী জীবিত একটি নবজাতক (কন্যা) উদ্ধার করেছে।

মঙ্গলবার (১৪ মে) দুপরের দিকে শিশুটিকে উদ্ধার করা হয়। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিশু হাসপাতালের কমন বাথরুমে নবজাতককে পড়ে থাকতে দেখে এক রোগীর দর্শনার্থী হাসপাতালের ওয়ার্ড মাস্টারকে বিষয়টি জানান। পরে নবজাতকটিকে দ্রুত উদ্ধার করে ওই হাসপাতালেই ভর্তি করা হয়। ওর্য়াড মাস্টার এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পরে পুলিশ বিষয়টি তদন্ত করে।
চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, শিশুটি মোটামুটি সুস্থ আছে। তবে কে বা কারা তাকে ফেলে রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। শিশু হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা এমএ হাকিম বলেন, ‘বিষয়টি পুলিশ তদন্ত করছে। বুধবার সকালে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।’

Bootstrap Image Preview