Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নীলফামারীতে এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১৫ মে ২০১৯, ১১:৩৯ AM
আপডেট: ১৫ মে ২০১৯, ১১:৪৬ AM

bdmorning Image Preview
ফাইল ছবি


নীলফামারীতে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৪ মে) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) বেগম নাজিয়া শিরিন।

এতে এসডিজি বাস্তবায়ন বিষয়ক ধারণা পত্র উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আজাহারুল ইসলাম। সুচকের ভিত্তিতে ২০৩০সালের মধ্যে এসডিজি অগ্রাধিকার তালিকায় ১৭টি গোলের(অভীষ্ট) বাস্তবায়নে জেলা পর্যায়ে ১’শ জনের উপস্থিতিতে দশটি গ্রুপে পরিকল্পনা উপস্থাপনা তুলে ধরা হয়।

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক(ডিডি) আব্দুল মোত্তালেব সরকার।

জেলা পর্যায়ে সরকারী বিভিন্ন দফতর প্রধান, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার ১’শ জন এতে অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন বলেন, সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) বাস্তবায়নে বাংলাদেশের সাফল্য আন্তর্জাতিক অঙ্গণে ভাবমুর্তি উজ্জল করেছে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী ও তার জাতিসংঘ ঘোষিত ২০৩০ এজেন্ডা তথা এসডিজি এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর।

তিনি বলেন, উদ্দেশ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে। যারএকটি অংশ ছিল কর্মশালা। 

Bootstrap Image Preview