Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইনজামাম-আফ্রিদিদের হার মানালেন ইমাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ মে ২০১৯, ১২:৩০ PM
আপডেট: ১৫ মে ২০১৯, ০৭:১৫ PM

bdmorning Image Preview


ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে ১৫০ রান করে নয়া নজির গড়লেন পাকিস্তানি ওপেনার ইমাম-উল-হক। ইমামের আগে আর কোনও পাকিস্তানি ব্যাটসম্যানের ইংল্যান্ডের মাঠে ওয়ানডে'তে ১৫০ রান করার নজির নেই। 

মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ১৩১ বলে ১৫১ রান করেন ইমাম-উল-হক। একদিনের ম্যাচে এটি তাঁর ষষ্ঠ সেঞ্চুরি। ইমামের ইনিংস এদিন সাজানো ছিল ১৬টি চার ও ১টি ছক্কায়। ম্যাচের ৪৬তম ওভারের দ্বিতীয় বলে আউট হন ওই ওপেনার। 

ইমাম ছাড়াও আসিফ আলির অর্ধশতরান (৫২), হ্যারিস সোহেলের ৪২ রানের ইনিংস ইংল্যান্ডকে বড় রানের টার্গেট দিতে সাহায্য করে। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৫৮ রান তোলে পাকিস্তান। 

লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ওপেনার জনি বেয়ারস্টোর ৯৩ বলে ১২৮ রানে ভর করে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। তৃতীয় ম্যাচে ইংল্যান্ড জিতল ৬ উইকেটে।

Bootstrap Image Preview