Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

 ধান কাটতে গিয়ে প্রাণ গেল শ্রমিকের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ মে ২০১৯, ০৩:২২ PM
আপডেট: ১৫ মে ২০১৯, ০৩:২৩ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


নওগাঁর বদলগাছীতে ধান কাটতে গিয়ে সড়ক র্দুঘটনায় চাঁন মিয়া (৬০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। 

বুধবার (১৫ মে) বেলা ১১ টার দিকে সদর চাকরাইল বটতলা মোড়ে এ র্দুঘটনা ঘটে।

প্রত্যক্ষর্দশীরা জানায়, সদর ইউপরি চাকরাইল বটতলা মোড়ে সিরাজগঞ্জ থেকে ধান কাটার জন্য ফটকর চাঁন মিয়া বদলগাছীতে আসে।সকালে কয়কে শ্রমকিসহ রাস্তা পার হওয়ার সময় মাতাজি থকেে বদলগাছী মুখি একটি ভুটভুটি চাঁন মিয়াকে ধাক্কা দিলে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা চালকসহ ভুটভুটি আটক করে এবং ফটকর চান মিয়াকে উদ্ধার করে বদলগাছী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করনে। পরে খবর পয়েে বদলগাছী থানা পুলশি ঘটনাস্থল থকেে আটক ভুটভুটসিহ চালক মো. সাদ্দাম হোসনেকে থানায় নিয়ে যায়। 
 

Bootstrap Image Preview