Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তাপবিদ্যুৎ কেন্দ্রে নিয়োগের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৫ মে ২০১৯, ০৪:৫৩ PM
আপডেট: ১৫ মে ২০১৯, ০৪:৫৩ PM

bdmorning Image Preview


দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩য় ইউনিটে চুক্তিকৃত ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক অনুমোদিত শ্রমিকের নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (১৫ মে) সকালে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটির আয়োজনে একটি বিক্ষোভ মিছিল কয়লাখনি বাজার প্রদক্ষিণ শেষে তাপ বিদ্যুৎ কেন্দ্রের সামনে এসে শেষ হয়। পরে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক অনুমোদিত ১৫৪ জন শ্রমিকের অবিলম্বে নিয়োগ প্রদানসহ তদন্ত সাপেক্ষে শ্রমিক নেতৃবৃৃন্দের বিরুদ্ধে হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।

সেইসাথে দ্রুত শ্রমিকদের দাবি বাস্তবায়ন করা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক এসএম নুরুজ্জামান, আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাইদসহ অনেকে। দাবি আদায়ের লক্ষে এসময় ৫ শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

Bootstrap Image Preview