Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ২৩ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাটিরাঙ্গায় সাত ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৫ মে ২০১৯, ০৬:০৫ PM
আপডেট: ১৫ মে ২০১৯, ০৬:০৫ PM

bdmorning Image Preview


বুধবার (১৫ মে) রমজানের মেয়াদউত্তীর্ণ খেজুরসহ মূল্য তালিকা না রাখার দায়ে এ জরিমানা করা হয়। খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ আবুল হাসেমের নেতৃত্বে এ আদালত পরিচালনা করা হয়।

দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ মাটিরাঙ্গা বাজারের ছয়টি মুদি দোকানে ১৭ হাজার টাকা জরিমানা করেন। একই সময়ে মাটিরাঙ্গার আয়োজন কুলিং কর্ণারে নষ্ট মিষ্টি ও মেয়াদোত্তীর্ণ আইসক্রীম বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেন। ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪০ ধারায় এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে খাবার অনুপযোগী খেজুর, নষ্ট মিষ্টি এবং মেয়াদোত্তীর্ণ আইসক্রীম জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ট্রাফিক ইন্সপেক্টর মো. জয়নাল আবেদীন ও মাটিরাঙ্গা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. সোহাগ মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পুরো উপজেলাজুড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সম্প্রতি হাইকোর্টের দেয়া আদেশমূলে ৫২ পণ্য নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যাহারের আহ্বান জানানো হয়। এ সময় তিনি রমজান মাসে ভোক্তা অধিকার নিশ্চিত করারও পরামর্শ দেন ব্যাবসায়ীদের।

Bootstrap Image Preview