Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘মি টু’ ঝড় তোলা তনুশ্রীর পাশে কেউ নেই!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০১৯, ০১:০৮ PM
আপডেট: ১৬ মে ২০১৯, ০১:০৮ PM

bdmorning Image Preview


বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে বি-টাউনে ঝড় তুলেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। তার সেই অভিযোগের পরই শুরু হয় বহুল চর্চিত 'মি টু' আন্দোলন।

গত ৭ মাস আগে নানা পাটেকরের বিরুদ্ধে তনুশ্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে মুম্বাইয়ের ওশিওয়ারা থানা।

অভিযোগে তিনি বলেন, 'হর্ন ওকে প্লিজ' ছবির একটি গানের শুটিংয়ের সময় নানা পাটেকর তার গায়ে আপত্তিকরভাবে স্পর্শ করার চেষ্টা করেন। এরপর তিনি নানা পাটেকরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে অস্বীকার করেন এবং শুটিং সেট ছেড়ে বেরিয়ে যান। ঘটনার পর বিশেষ রাজনৈতিক দলের গুণ্ডাদের দিয়ে তাঁর গাড়িতে নানা পাটেকর ভাঙচুর করান বলে অভিযোগ করেছিলেন তনুশ্রী।

তনুশ্রীর অভিযোগের ভিত্তিতে প্রত্যক্ষদর্শীদের বয়ান নেয় ওশিওয়ারা থানার পুলিশ। মোট ১২ থেকে ১৩ জনের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। তবে এদের মধ্যে কেউই তনুশ্রীর সঙ্গে ঘটা এমন ধরনের ঘটনার কথা মনে করতে পারেননি। কেউই তনুশ্রীর অভিযোগের সাপেক্ষে কোনো তথ্যই পুলিশকে দিতে পারেননি।

Bootstrap Image Preview