Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাশরাফির দেখানো পথেই সফল হয়েছেন রাহি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০১৯, ০৩:৫০ PM
আপডেট: ১৬ মে ২০১৯, ০৩:৫০ PM

bdmorning Image Preview


ওয়ানডে অভিষেক ইনিংসে উইকেটহীন (০/৫৬)। তবে তাতে রাহি এবং টিম ম্যানেজমেন্ট হননি হতোদ্যম। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই রাহি ছড়িয়েছেন আলো। আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম ৫ উইকেটের মুখ দেখেছেন ডাবলিনে (৫/৫৮)। 

পাঁচ উইকেট নেওয়ার সুবাদে হয়েছেন ম্যাচ সেরা। তবে এমন পারফরম্যান্সের জন্য রাহি কৃতজ্ঞতা স্বীকার করেছেন মাশরাফির কাছে। কারণ তার দেওয়া টোটকা কাজে লাগিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সফল হয়েছেন তিনি। বুধবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন তিনি। 
রাহী বলেন, “অভিষেক ম্যাচে কিছু চাপ তো ছিলই। আজ কোনো চাপ ছিল না। মাশরাফি ভাই বারবার বলেছিলেন— ‘তুই মন খুলে বল কর। যে রকম ঢাকা লিগে, বিপিএলে বোলিং করিস, সেভাবেই মন খুলে কর। সংশয় নিয়ে বোলিং করিস না। যেটা করার ইচ্ছা কর।’ আমি সেভাবেই করার চেষ্টা করেছি।”

Bootstrap Image Preview