Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

খালেদার মুক্তির জন্য মরতে হবে না: নজরুল ইসলাম খান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০১৯, ০৭:২৩ PM
আপডেট: ১৬ মে ২০১৯, ০৭:২৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দলীয় চেয়ারপারসনের মুক্তির জন্য আপনার-আমার মরার দরকার নেই। সাহস করে রাস্তায় আসেন। একসঙ্গে রাস্তায় নেমে মিছিল করি। তাহলেই খালেদা জিয়ার মুক্তি হবে। 

বৃহস্পতিবার (১৬ মে) ঢাকার জাতীয় প্রেসক্লাবে ‘ঐতিহাসিক ফারাক্কা দিবস’ উপলক্ষে জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজিত এক আলোচনা সভায় দলীয় চেয়ারপারসনের মুক্তির জন্য ‘আত্মাহুতি’ দিতে দলীয় এক নেতার আহ্বানের পরিপ্রেক্ষিতে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য কী করা দরকার, এ বিষয়ে কারও বুদ্ধির অভাব নেই। তবে সেই বুদ্ধির কাজটা করার মতো কোনো উদ্যোগ নেই।

নজরুল ইসলাম খান বলেন, কেন আজকে আমরা ফারাক্কা বাঁধ ও মাওলানা ভাসানীর কথা মনে করব? কারণ পরীক্ষামূলকভাবে চালু করা এই ফারাক্কা বাঁধ, সেই পরীক্ষা আজ পর্যন্ত শেষ হলো না।

সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এসময় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা নাজমুল হক, ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

Bootstrap Image Preview