Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অনুশীলন করেননি সাকিব,রাতেই জানা যাবে তাঁর অবস্থা 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০১৯, ০৭:৩৯ PM
আপডেট: ১৬ মে ২০১৯, ০৭:৩৯ PM

bdmorning Image Preview


গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করার সময়  সাইড স্ট্রেইনে ব্যথা অনুভব করেন সাকিব আল হাসান। ব্যথা বেশি অনুভব করায় কোন ঝুঁকি না নিয়ে মাঠ থেকে উঠে আসেন। 

খেলা শেষে প্রাথমিকভাবে টিম ম্যানেজম্যান্টের পক্ষ থেকে জানানো হয়েছিল সাকিবের এ চোট গুরুতর নয়। তবু পরবর্তী আপডেট জানা যাবে বৃহস্পতিবার অনুশীলনের সময় ভালোভাবে পর্যবেক্ষণ করার পরেই। তবে আজ (বৃহস্পতিবার) দলের ঐচ্ছিক অনুশীলনে আসেননি আসেননি সাকিব।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটার দিকে বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম সংবাদ মাধ্যমে জানান, ‘সাকিব এখন বিশ্রামে। আইরিশ সময় দুপুরে (বাংলাদেশ সময় সন্ধ্যার পরে) তাকে ফিজিও দেখবেন।’

আগামীকাল (শুক্রবার) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলতে নামবে বাংলাদেশ। সে ম্যাচের আগে ফিজিওর রিপোর্টের ওপরেই মূলত নির্ভর করছে সাকিব আল হাসান খেলতে পারবেন কিনা।

Bootstrap Image Preview