Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

“শূন্য” রানে আউট পুরো দল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০১৯, ০১:০০ PM
আপডেট: ১৭ মে ২০১৯, ০১:০৫ PM

bdmorning Image Preview


ক্রিকেট ইতিহাসে হরহামেশাই ঘটছে নিত্য নতুন কীর্তি। সেটি কখনো লজ্জার আবার কখনো সম্মানের। তবে এবার লজ্জার রেকর্ডই গড়ল ভারতের কোচির বয়স ভীত্তিক কাসারাগোড় মহিলা ক্রিকেট দলটি। দলটির সব ক্রিকেটারই আউট হয়েছে ব্যক্তিগত শূণ্য রানে। 

ঘটনাটি শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। গেল বুধবার বুধবার কোচির মাল্লাপুরম জেলায় অনূর্ধ্ব-১৯ মহিলাদের ক্রিকেট টুর্নামেন্টে ঘটেছে এই ঘটনা। এদিন কাসারাগোড় বনাম ওয়ানাড়ের মধ্যকার ম্যাচটিতে টস জিতে অবশ্য প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল কাসারগোড়।

ম্যাচের প্রথম দুটো ওভার কাসারগড়ের দুই ওপেনার কে বিক্ষিতা ও এস চৈত্রা কোনওমতে খেলে দিয়েছিলেন। কিন্তু তৃতীয় ওভারে ওয়ানাড় অধিনায়ক নৃত্য লোধ বল হাতে নিতেই উইকেট পড়তে শুরু করে। তিনি ওই ওভারে তিন উইকেট নেন। ১০ জন ব্যাটসম্যানের প্রত্যেকেই শূন্য রানেবোল্ড হয়েছেন। কাসারগড়ের সব ব্যাটসম্যানই বোল্ড হয়েছেন। ১১ নম্বর ব্যাটসম্যানটিও শূন্য রানে অপরাজিত থাকেন। ইতিহাসে এরকম ঘটনা আর ঘটেছে কিনা তা জানতে পরিসংখ্যানের দিকে তাকাতে হবে। 

কাসারগোড়ের ব্যাটসম্যানরা ব্যাট দিয়ে এক রান না করলেও ওয়ানাড় বোলারদের সৌজন্যে স্কোরবোর্ডে রান ওঠে চার। অতিরিক্ত চারটি রান দেয় ওয়ানাড়। না হলে শূন্য রানে অল আউট হয়ে যেত কাসারগোড়।এরপর ৫ রানের লক্ষ্য ওয়ানাড়ের ওপেনাররা প্রথম ওভারেই তুলে নেন। দশ উইকেটে ম্যাচ জেতে ওয়ানাড়।

Bootstrap Image Preview