Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৫০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

হিলি প্রতিনিধি
প্রকাশিত: ১৭ মে ২০১৯, ০৪:৫৯ PM
আপডেট: ১৭ মে ২০১৯, ০৪:৫৯ PM

bdmorning Image Preview


দিনাজপুরের ঘোড়াঘাটে পুলিশের বিশেষ অভিযানে একটি প্রাইভেটকার ও ৫০০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৭ মে) সকালে উপজেলার রানীগঞ্জ বাজারের তেলপাম্প নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়।

হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলর সহকারী পুলিশ সুপার আখিউল ইসলাম জানান, হিলি সীমান্ত থেকে মাদক নিয়ে একদল চোরাকারবারী  ঢাকার নিয়ে যাচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল উপজেলার রানীগঞ্জ বাজারের তেলপাম্প এলাকায় চেকপোষ্ট বসায়। এসময় গতিবিধী সন্দেহ হলে ঢাকা-মেট্রে-চ-১১-৯০৫০ নাম্বারে একটি গাড়ি চেকপোস্ট থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে প্রাইভেটকারের ভিতর বিশেষ কায়দায় রাখা ৫০০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার মেঘনা উপজেলার মৃত চান মিয়ার ছেলে রবিউল ইসলাম এবং একই উপজেলার আব্দুর রহিমের ছেলে ইউনুস আলী।

Bootstrap Image Preview