কাশ্মীরে সেনাবাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ৯ জন।
বৃহস্পতিবার (১৬ মে) ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ওই সংঘর্ষে নিহতদের মধ্যে তিন জইশ-ই-মোহাম্মদ জঙ্গি, দুই স্থানীয় বিচ্ছিন্নতাবাদী দল হিজবুল মুজাহিদিন সদস্য, দুই ভারতীয় সেনা এবং দুইজন বেসামরিক নাগরিক রয়েছেন।
জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভারতীয় জওয়ানদের গাড়ি বহরে জঙ্গি হামলার পর কাশ্মীরে গ্রামগুলোতে চলছে প্রতিদিনের তল্লাশি অভিযান ও গোলাগুলি। এর ফলে প্রাণ হারাচ্ছেন বেসামরিক নাগরিকরা।
এদিকে সেনাবাহিনী তল্লাশি অভিযানে বেসামরিক নাগরিকদের ব্যবহার করছে বলেও অভিযোগ উঠেছে।
এমনকি বৃহস্পতিবারের তল্লাশি ও সংঘর্ষে নিহতদের এক বেসামরিকের নাম রইস আহমদ দার (৩২) বলে জানান গ্রামবাসীরা।
তারা বলেন, ভারতীয় সেনাবাহিনী একটি বাড়িতে জঙ্গিরা লুকিয়ে আছে সন্দেহে তল্লাশি করতে গিয়ে প্রথমে রইসকে ভেতরে পাঠায়। এর আগেও বেসামরিক নাগরিকদের এভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে।
তবে গ্রাম অভিযোগ অস্বীকার করে পুলিশের এক মুখপাত্র বলেন, 'রইস দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে মারা গেছেন। তাকে তল্লাশি করতে পাঠানো হয়নি।