Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মুসলিমদের প্রতি বিদ্বেষী আচরণের প্রতিবাদ বৌদ্ধদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০১৯, ০৭:৩৫ PM
আপডেট: ১৭ মে ২০১৯, ০৭:৩৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


শ্রীলঙ্কায় মুসলিম বিদ্বেষী আচরণের বিরুদ্ধে প্রতিবাদ-সমাবেশ করলেন দেশটির বৌদ্ধ ধর্মাবলম্বীরা। 

বৃহস্পতিবার (১৬ মে) রাজধানী কলম্বোয় একটি মৌণ মিছিল করে তারা।

দেশটির বৌদ্ধ ভিক্ষুদের দাবি, সাধারণ জনগণকে ইতিবাচক বার্তা দিতে ব্যর্থ তারা। এ কারণেই, দেশের বিভিন্ন স্থানে চলছে মুসলিম বিদ্বেষ।

শ্রীলঙ্কায় গত চারদিন মুসলিম সম্প্রদায়ের মসজিদ, ঘরবাড়ি ও দোকানপাটে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। গোলাগুলিতে প্রাণহানি হয় এক মুসলিম যুবকের। এ ঘটনার জেরে ৭৮ জনকে আটক করে, রিমান্ডে দিয়েছে নিরাপত্তা বাহিনী। এসব হামলার পেছনে কট্টর ডানপন্থি বৌদ্ধদের মদদ রয়েছে- এমন দাবি পুলিশের।

গত মাসে ইস্টার সানডেতে সিরিজ বোমা বিস্ফোরণের পরই শ্রীলঙ্কায় কিছুটা কোনঠাসা মুসলিম সম্প্রদায়।

প্রসঙ্গত, গত ২১ এপ্রিল খ্রিষ্টানদের ইস্টার সানডেতে কয়েকটি হোটেল ও গির্জা লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় ২৫৩ জন নিহত হন। এরপর থেকেই দেশটির সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে নেতিবাচক প্রতিক্রিয়া শুরু হয়।

 

Bootstrap Image Preview