Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, যুবক গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭ মে ২০১৯, ০৭:৩৮ PM
আপডেট: ১৭ মে ২০১৯, ০৭:৩৮ PM

bdmorning Image Preview


মানিকগঞ্জের সাটুরিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করার অপরাধে আনোয়ার হোসেন (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ মে) ভোরে নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আনোয়ার উপজেলার কাওন্নারা গ্রামের বুদ্ধু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন পিকআপ ড্রাইভার।

সাটুরিয়া উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব মাসুদ খান জুম্মা বাদী হয়ে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

সাটুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, গ্রেফতার আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছবি বিকৃত করে তা ফেসবুকে পোস্ট করে আসছিল। অভিযোগ পাওয়ার পর তাকে গ্রেফতার করা হয়। তার ফেসবুক ওয়াল দেখে ছবি বিকৃত করার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

মামলার বাদী উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব মাসুদ খান জুম্মা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে দেশ আজ মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। আর তার ছবি বিকৃত করে ফেসবুকে শেয়ার করায় মামলাটি করা হয়েছে।

Bootstrap Image Preview