Bootstrap Image Preview
ঢাকা, ২০ মঙ্গলবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নোয়াখালীর শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মে ২০১৯, ০৪:০৭ PM
আপডেট: ১৮ মে ২০১৯, ০৪:০৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


নোয়াখালীতে শীর্ষ মাদক ব্যবসায়ী মহিন উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে ‌র‍্যাব ১১।

র‌্যাব-১১ জানায়, ১৭ই মে শুক্রবার রাতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন আলাইয়ারপুর এলাকা থেকে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে লক্ষীপুর ক্যাম্পের র‌্যাব-১১ এর সদস্যরা। পুলিশ সুপার নরেশ চাকমা এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে আলাইয়ারপুরের মাদক ব্যবসায়ী আসামী মো. মহিন উদ্দিন (৪০) দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদক দ্রব্যের (ইয়াবা ট্যাবলেট) ব্যবসা করে আসছে। পরে আভিযানিক দল তাৎক্ষণিকভাবে বেগমগঞ্জ থানাধীন আলাইয়ারপুর গ্রামস্থ আমিলার বাড়ির দরজা নামক স্থানের শাহ জাহান স্টোরের শেষ প্রান্তে পাঁকা রাস্তার ওপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবা ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামীকে গ্রেপ্তার করে হেফাজতে নেয়।

গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Bootstrap Image Preview