Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নিষিদ্ধ হওয়ার প্রতিবাদে হিজাব পরে সংসদে অস্ট্রিয়ার নারী এমপি

নারী ডেস্ক
প্রকাশিত: ১৮ মে ২০১৯, ০৬:০২ PM
আপডেট: ১৮ মে ২০১৯, ০৬:০২ PM

bdmorning Image Preview


প্রাথমিকের শিক্ষার্থীদের হিজাব নিষিদ্ধ করতে একটি বিল পাস করেছে অস্ট্রিয়া সরকার। এই বিলের বিপক্ষে প্রতিবাদ জানিয়ে দেশটির এক নারী এমপি মাথায় হিজাব পরে পার্লামেন্টে উপস্থিত হন।

শুক্রবার মারথা বিসম্যান নামে স্বতন্ত্র ওই নারী এমপি সংসদে বক্তৃতা দেন। বৃহস্পতিবার দেশটির সরকার প্রাইমারি স্কুলের মেয়েদের জন্য হিজাব নিষিদ্ধ করে বিল পাস করে। এর আগে দেশটির নারীদের হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর প্রতিবাদে সংসদে হিজাব পরার পর মারথা বিসম্যান বলেন, আমাদের উচিত হবে না আমাদের মধ্যে কোনো বাধা সৃষ্টি করা।

অস্ট্রিয়ার সংসদে হিজাব নিষিদ্ধ করার বিষয়ে একটি বিলের পক্ষে ভোট দেন ক্ষমতাসীন মধ্য ডানপন্থী দল পিপলস পার্টি এবং উগ্র ডানপন্থী ফ্রিডম পার্টির সদস্যরা। তবে বিরোধীদলের প্রায় সব সদস্যই এর বিপক্ষে ভোট দিয়েছেন।

এর আগে ২০১৭ সালের মে মাসে মুসলিম নারীদের বোরকা ও নিকাব নিষিদ্ধ করে আইন পাস করে অস্ট্রিয়ার সরকার। বোরকা ও নিকাবের পর এবার হিজাব নিষিদ্ধ হওয়ায় মুসলমানরা হতাশা প্রকাশ করেছেন। দেশটিতে প্রায় সাত লাখ মুসলিম বসবাস করে।

Bootstrap Image Preview