উত্তরপ্রদেশের মির্জাপুরে লোকসভা নির্বাচনে প্রচারের শেষ দিন প্রিয়াঙ্কা গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কঠোর সমালোচনা করেছেন।
তিনি বলেন, আপনারা দুনিয়ার সেরা অভিনেতাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছেন। এর চেয়ে তো অমিতাভ বচ্চনকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাতে পারতেন। মোদিও কিছু কাজ করেনি। অমিতাভও কোনও কাজ করতে পারতেন না।
লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফার নির্বাচনের আগে উত্তর প্রদেশের পূর্বাঞ্চলে রাজনৈতিক তৎপরতা বেড়ে চলেছে। প্রিয়াঙ্কা গান্ধী উত্তর প্রদেশে কংগ্রেসের দায়িত্বশীল। নিজে নির্বাচনে না দাঁড়ালেও একের পর এক সমাবেশ ও রোড শোয়ের মাধ্যমে কংগ্রেসকে শক্তিশালী অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
প্রিয়াঙ্কা বলেন, এই নির্বাচন এমন একটি নির্বাচন যেখানে আমরা আমাদের গণতন্ত্র ও আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান রক্ষার জন্য লড়াই করছি। সেজন্য প্রত্যেক নাগরিককে দায়িত্বশীলভাবে তার ভোট দিতে হবে।
কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে প্রিয়াঙ্কা বলেন, বিজেপির উদ্দেশ্য ক্ষমতা লাভ করা। মোদি গত নির্বাচনের সময় যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করেননি। কংগ্রেস মিথ্যে প্রতিশ্রুতি দেয় না। কৃষক, গরীব ও যুবকদের অধিকারের জন্য কাজ করছে।
জনতার সামনে ভাষণ দেয়ার সময় আযান শুরু হলে প্রিয়াঙ্কা গান্ধী তাঁর ভাষণ থামিয়ে দেন।
প্রিয়াঙ্কা বলেন, ‘প্রধানমন্ত্রী গত পাঁচ বছরে দেশে কৃষক, শ্রমিক ও যুবকের উন্নয়ন কাজের হিসাব দিতে পারছেন না। দেশে এমন একটি সরকার আছে যারা আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ক্রমাগত দুর্বল করে চলেছে। বিজেপির দাবি সব ফাঁকাবুলি। কৃষকরা তাদের ফসলের ন্যায্য দাম পায়নি, যুবকদের চাকরির প্রতিশ্রুতি দেয়া হলেও তাদেরকে চাকরি দেয়া হয়নি। দেশে বার হাজার কৃষক আত্মহত্যা করেছে।
ভারতের কেন্দ্রীয় সরকারে কংগ্রেস দল ক্ষমতায় এলে কৃষক, গরীব ও তরুণদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে বলেও প্রিয়াঙ্কা গান্ধী মন্তব্য করেন।