চীনের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক এক কর্মকর্তাকে ২০ বছর কারাদণ্ড দেয়া হয়েছে। এতে মার্কিন গোয়েন্দা সম্প্রদায়ের ভেতর নতুন বিপদ সংকেত দেখাছে।
কেভিন ম্যালোরি নামের ওই কর্মকর্তার বিরুদ্ধে ২০১৭ সালের এপ্রিল ও মার্চে সাংহাই সফরকালে ২৫ হাজার ডলারের বিনিময়ে চীনা গোয়েন্দা সংস্থার কাছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোপন নথি বিক্রি করার অভিযোগ রয়েছে।
৬২ বছর বয়সী ওই গোয়েন্দাকে গুপ্তচরবৃত্তি আইনের অধীনে দোষী সাব্যস্ত করা হয়েছে।
২০১৭ সালে ৫ মে চীনা এজেন্টকে দেয়া এক বার্তায় তিনি বলেন, আপনার উদ্দেশ্য তথ্য পাওয়া এবং আমার উদ্দেশ্য পয়সাও নেয়া।
মান্দারিন ভাষায় স্বচ্ছন্দে কথা বলতে পারা ওই মার্কিন নাগরিক যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে কাজ করেছেন। পরবর্তীতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন বিশেষ এজেন্ট হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। এর আগে সিআইএর একজন কেইস অফিসার হিসেবেও কর্মরত ছিলেন ম্যালোরি।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জাকারি তেরউইলিগার বলেন, ম্যালোরি শুধু আমাদের দেশকেই বড় ঝুঁকির মধ্যে ফেলেননি, বরং তিনি ওইসব মানুষদের জীবনও বিপদে ফেলেছেন, যারা আমাদের দেশের সুরক্ষায় নিজেদের জীবন বিপন্ন করে।
তিনি বলেন, এই মামলার রায় ওইসব মানুষদের জন্যও সতর্কবার্তা যারা জনগণের বিশ্বাস ভঙ্গ করার এবং আমাদের জাতীয় নিরাপত্তা নিয়ে ছেলেখেলা করার কথা ভাবছে।
গত মার্চে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়ায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা রন হ্যানসেনকে ১৫ বছরের সাজা দেয়া হয়েছে। তিনিও চীনাদের কাছে গোপন তথ্য বিক্রির চেষ্টা করেছিলেন।
এ মাসের শুরুতে সিআইএর আরেক সাবেক এজেন্ট জেরি চুন শিং লিকে চীনের সঙ্গে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।