ইরানের স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পারস্য উপসাগরে থাকা মার্কিন যুদ্ধজাহাজে পৌঁছতে সক্ষম বলে জানিয়েছেন, ইরানের বিপ্লবী বাহিনীর উপপ্রধান। তবে নতুন যুদ্ধের সামর্থ্য মার্কিন যুক্তরাষ্টের নেই।
শুক্রবার (১৭ মে) সংবাদ সংস্থা ফার্সের বরাত দিয়ে তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক এ তথ্য জানায়।
ইরান ও ওয়াশিংটনের মধ্যে ক্রমেই উত্তেজনা বাড়ছে। এমন সম্ভাব্য যুদ্ধের আগে যুক্তরাষ্ট্র ইরানের ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। এছাড়া এ অঞ্চলে তেহরানের ওপর মার্কিন সামরিক চাপ বৃদ্ধি করেছে।
ইরানের সংসদ বিষয়ক ও বিপ্লবী বাহিনীর উপ প্রধান মোহাম্মদ সালেহ জোকার বলেছেন, আমাদের স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পারস্য সাগরে থাকা মার্কিন যুদ্ধ জাহাজে পৌঁছতে পারে।
প্রসঙ্গত, ২০১৫ সালে ছয় দেশের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা থেকে গত বছর বের হয়ে যায় ওয়াশিংটন। এরপর ওয়াশিংটন ইরানের তেল ও অর্থনৈতিক খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপরই ইরানের হুমকি দিয়েছে এমন অভিযোগ এনে পারস্য সাগরে বিমানবাহী রণতরী মোতায়েন করে। এরপরই এ অঞ্চলে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা বৃদ্ধি পায়।