ভারতে সপ্তম ও শেষদফায় কঠোর নিরাপত্তার মধ্যে ৮ রাজ্যে ৫৯ আসনে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ (রবিবার) পাঞ্জাব, উত্তর প্রদেশ, বিহার, মধ্য প্রদেশ, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড ও চন্ডীগড় আসনে ভোটগ্রহণ চলছে। পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের সঙ্গেই ভাটপাড়া, দার্জিলিং, হবিবপুর ও ইসলামপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল (শনিবার) মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরাকে চিঠি দিয়ে কেন্দ্রীয় সরকারের শাসকদলের প্রভাবমুক্ত হয়ে শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ ভোটের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।
মমতার অভিযোগ, কেন্দ্রীয় সরকার ও বিজেপি’র প্রভাবে ভোট প্রক্রিয়ার মধ্যে নির্বাচন কমিশন একাধিক অবৈধ, অসাংবিধানিক ও একপেশে সিদ্ধান্ত নিয়েছে।
অন্যদিকে, পশ্চিমবঙ্গের ডায়মন্ডহারবারে গত ১৫ মে দলীয় সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে অসম্মানজনক মন্তব্য করার অভিযোগে গতকাল অভিষেকের আইনজীবী প্রধানমন্ত্রীকে আইনি নোটিস পাঠিয়েছেন। এতে ৩৬ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইন আনুযায়ী পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে।
এদিকে, পশ্চিমবঙ্গের ভাটপাড়ায় গতকাল (শনিবার) রাতে তৃণমূল ও বিজেপি’র মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হলে ওই এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। সংঘর্ষে গুলি ও বোমা নিক্ষেপ করা ছাড়াও কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। গোলযোগপূর্ণ এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কেন্দ্রীয়বাহিনী যায়। গোটা এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।
আজ পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ও ডায়মন্ডহারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কোলকাতায় ভোট দেয়ার পর বলেন, ‘এবার ভগবানও মোদিকে নির্বাচনে পরাজয়ের হাত থেকে রক্ষা করতে পারবে না। ওকে ধ্যান করতে দিন।’ পশ্চিমবঙ্গের ৪২ আসনের সবকটিতেই তৃণমূল জয়ী হবে।’ বিজেপি সাম্প্রদায়িক দল হওয়ার ফলে মানুষ তাদের ক্ষমতাচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে বলেও অভিষেক বলেন।
আজ বিহারের মুখ্যমন্ত্রী ও জেডিইউ প্রধান নীতিশ কুমার পাটনায় ভোট দেয়ার পরে বলেন, ‘এত দীর্ঘসময় ধরে নির্বাচন অনুষ্ঠিত হওয়া ঠিক নয়। ২/৩ দফাতেই নির্বাচন শেষ হওয়া উচিত। প্রচণ্ড দাবদাহের মধ্যেও নেতারা সমাবেশ করেন কিন্তু সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন। এজন্য সর্বদলীয় বৈঠক ডেকে সিদ্ধান্ত নেয়া উচিত যাতে নভেম্বর মাসে নির্বাচন করানো যায়।’
আজ পশ্চিমবঙ্গের বেলগাছিয়ায় তৃণমূলের বিরুদ্ধে সিপিএমের পোলিং এজেন্টকে মারধর করে বের করে দেয়ার অভিযোগ উঠেছে। অন্যদিকে, রাজারহাটে বিজেপির নির্বাচনি কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুর্বৃত্তদের বিরুদ্ধে। তৃণমূলের পক্ষ থেকে এ ব্যাপারে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।