Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নেপালে বাস দুর্ঘটনায় নিহত ৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ মে ২০১৯, ০৭:২৬ PM
আপডেট: ১৯ মে ২০১৯, ০৭:২৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নেপালের ধাদিং জেলায় একটি যাত্রীবাহী বাস মোড় ঘুরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২৮ জন আহত হয়েছেন। 

রবিবার (১৯ মে) সকালে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে নেপালের স্থানীয় সংবাদমাধ্যম।

জানা যায়, যাত্রীবাহী বাসটি দেশটির ঝাপা জেলা থেকে রাজধানী কাঠমান্ডুর দিকে যাচ্ছিল। এসময় ধাদিং জেলার কাছে গিয়ে মোড় ঘুরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি স্থানীয় ত্রিশুলি নদীতে পড়ে যায়। এতে পাঁচজন নিহত ও ২৮ জন আহত হয়।

স্থানীয় পুলিশ কর্মকর্তা রাজকুমার বাইদওয়ার বলেন, দুর্ঘটনায় এক নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৮ জন। আহতদের মধ্যে ১৪ জনকে স্থানীয় হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি ১৪ জনকে উন্নত চিকিৎসার জন্যে কাঠমান্ডুতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় হতাহতদের পরিচয় এখনও জানানো হয়নি। তবে শিগগিরই তা প্রকাশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Bootstrap Image Preview