Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বুথ ফেরত জরিপে ফের ক্ষমতায় আসার আভাস মোদির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ মে ২০১৯, ১২:১৭ PM
আপডেট: ২০ মে ২০১৯, ১২:১৮ PM

bdmorning Image Preview


ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম ও চূড়ান্ত পর্বের ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোটের চূড়ান্ত ফল পাওয়া যাবে ২৩ মে। তবে এরই মধ্যে দেশটিতে ফের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদি। এমনি ইঙ্গিত দিচ্ছে বুথ ফেরত জরিপ।

ইতোমধ্যে দ্য হিন্দুস্তান টাইমস চারটি জরিপের ফল প্রকাশ করেছে। এতে দেখা গেছে, সবক’টি জরিপেই ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সবচেয়ে বেশি আসন পেয়েছে।

তাদের আসন সংখ্যা ২৮৭ থেকে শুরু করে ৩০৬ পর্যন্ত রয়েছে। অন্যদিকে, ৪টি জরিপে কংগ্রেসের আসন সংখ্যা দেখা গেছে, ১২৮ থেকে শুরু করে ১৩২ পর্যন্ত। আর অন্যান্য দলের ক্ষেত্রে এ সংখ্যা ১২৭ থেকে ১০৪।

চূড়ান্ত ভোট পর্বের সবচেয়ে উল্লেখযোগ্য প্রার্থী ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি উত্তর প্রদেশের বারাণসী আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

গত ছয় দফার মতো সপ্তম দফাতেও বিশেষ করে পশ্চিমবঙ্গে বিভিন্ন স্থানে অপ্রীতিকর ঘটনা ঘটনার খবর পাওয়া গেছে।

দেশের বিভিন্ন স্থানে দফায় দফায় সংঘর্ষ ও বোমাবাজি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীও লাঠিচার্জ করে৷

এ ছাড়া উত্তর প্রদেশে বিজেপির বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ পাওয়া গেছে।

উত্তর প্রদেশে বাসিন্দাদের দাবি, তাদের হাতের আঙুলে ভোটের কালি লাগানো ও হাতে টাকা গুঁজে দিয়েছে তিনজন। তারা তিনজনই বিজেপির লোক।

রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শেষ হয়েছে ভোট গ্রহণ। এরই মধ্যে বুথ ফেরত সমীক্ষা প্রধানমন্ত্রী মোদির দলেরই বড় জয়ের আভাস দিয়েছে।

Bootstrap Image Preview