Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্ট্রেবার্ড ফোরামের নতুন কমিটি গঠন

মামুনুর রশিদ রাজিব, স্টামফোর্ড প্রতিনিধি
প্রকাশিত: ২০ মে ২০১৯, ০২:২১ PM
আপডেট: ২০ মে ২০১৯, ০২:২১ PM

bdmorning Image Preview


সম্প্রতি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের স্ট্রেবার্ড ফোরামের আয়োজনে "ওয়ার্কশপ অন লিডারশিপ অ্যান্ড ইমোশনাল ইন্টেলিজেন্স" বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

ওয়ার্কশপ শেষে এর কমিটি ঘোষণা করা হয়। সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর ১ টায় শেষ হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফোরামটির কনভেনার আফসানা লাইলাক।

এ সময় উপস্থিত ছিলেন, যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সফট স্কিল ট্রেইনার সনদ প্রাপ্ত ইমরান খুরশীদ, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্টিয়ারিং কমিটির প্রধান ড. ফারাহনাজ ফিরোজ, ফোরামটির কো-অর্ডিনেটর মুনমুন আহমেদ, তাজরিয়া ইসলাম, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মির্জা ওয়াদুদ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষকসহ ফোরামের সকল সদস্য এবং সাধারণ শিক্ষার্থী বৃন্দ।

এ সময় স্ট্রেবার্ডের কো-অর্ডিনেটর তাজরিয়া ইসলাম উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে  বলেন, ফোরাম হচ্ছে একটা পরিবার যেখানে সবাই একসাথে শুধু কাজই করে না,  কাজ করে স্বার্থের বাইরে গিয়ে। আমার এবং আমাদের বিশ্বাস, আমাদের নতুন কমিটিও সে বিষয়গুলো ধারণ করে এগিয়ে যেতে পারবে সৃষ্টিশীল কাজের মধ্য দিয়ে।

এদিন বিশেষ অতিথি হিসেবে ইমরান খুরশিদ সফট স্কিল, ইমোশনাল ইন্টেলিজেন্স আন্ড লিডারশিপের বিভিন্ন বিষয়ে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানের শেষভাগে এসে স্টামফোর্ড স্ট্রে-বার্ড ফোরামের নতুন কমিটি ঘোষণা করেন ফোরামটির কনভেনর আফসানা লাইলাক। নতুন কমিটির স্টুডেন্ট কো-অর্ডিনেটর করা হয় ইংরেজি বিভাগের ৬২ ব্যাচের শিক্ষার্থী জেশাদ মাহমুদকে।  

অনুষ্ঠান শেষে কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে কর্মশালায় অংশগ্রহণের সনদ তুলে দেয়া হয়।

Bootstrap Image Preview