Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানের চূড়ান্ত বিশ্বকাপ দলে তিনটি পরিবর্তন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ মে ২০১৯, ০৩:১৪ PM
আপডেট: ২০ মে ২০১৯, ০৩:১৪ PM

bdmorning Image Preview


গুঞ্জন ছিল পাকিস্তানের বিশ্বকাপ দলে আমিরের যুক্ত হওয়ার কথা। অবশেষে সেই গুঞ্জনই সত্য হলো। পাকিস্তানের ১৫ সদস্যের বিশ্বকাপ দলে যুক্ত করা হয়েছে মোহাম্মদ আমিরকে। আমির ছাড়া পাকিস্তানের বিশ্বকাপ দলে যুক্ত হয়েছেন ওয়াহাব রিয়াজ ও আসিফ আলী। 

সোমবার পাকিস্তানের লাহোরে গাদ্ধাফি স্টেডিয়ামে সাংবাদিকদের এমন ঘোষণা দিয়েছেন পাকিস্তানের ক্রিকেট বোর্ডের প্রধাণ নির্বাচক ইন জামাম উল হক। 

ওয়াহাব ও আমিরকে দলে যোগ করার প্রসঙ্গে তিনি বলেন, আমাদের পেস বোলারদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ ওয়াহাব ও আমির। তাই তাদের যদি বিশ্বকাপ দলে না নিই সেটা বেকামি হবে। 

এদিকে সদ্যগত হওয়া ইংল্যান্ড সিরিজ বিশ্বকাপের দড়জা খুলে দিয়েছে আসিফের জন্য। চার ওয়ানডেতে তিনি দুই হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। এদিকে আমির, ওয়াহাব ও আসিফকে দলের জায়গা করে দিতে গিয়ে বাদ পড়েছেন আবিদ আলী, ফাহিম আশরাফ ও জুনায়েদ খান। 

পাকিস্তানের বিশ্বকাপ দল: সরফরাজ আহমেদ (সি, ওয়াক), ফখর জামান, ইমামুল হক, বাবর আজম, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, আসিফ আলী, শাদব খান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, হাসান আলী, শাহীন শাহ আফ্রিদি। , মোহাম্মদ হাসানাইন।

Bootstrap Image Preview