Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাঁচ দিনও টেকেনি পাঁচ লাখ টাকার ড্রেন!

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ২০ মে ২০১৯, ০৭:৩৫ PM
আপডেট: ২০ মে ২০১৯, ০৭:৩৫ PM

bdmorning Image Preview


ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদর চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠের পানি নিষ্কাশন ড্রেন নির্মাণের জন্য পাচঁ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছিলো। জেলা শিক্ষা প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে উক্ত বিদ্যালয়ের মাঠে ১৫০ ফুট পাকা ড্রেন নির্মাণ সম্পন্ন হওয়ার পাঁচ দিন যেতে না যেতেই বেশ কিছু অংশ ধ্বসে পড়ে।

জানা যায়, সোহাগ এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠান গত ৯ মে নির্মাণ কাজ সম্পন্ন করে। ড্রেনের দুই পাশের দেয়াল ১০ ইঞ্চি পুরু হলেও কিছু অংশের দুপাশের পাঁচ ইঞ্চি পুরু দেওয়াল রয়েছে।

নিম্নমানের কাজ করায় ওই পাঁচ ইঞ্চি দেয়ালের এক পাশ ধসে নিচে পড়ে গেছে। এতে করে বিদ্যালয়ের আশপাশের স্থানীয় লোকজন উক্ত ড্রেন নির্মাণের মান নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে।

প্রধান শিক্ষক অনিমা রানি সাহা জানান, আমি কাজটি দেখে অনাপত্তিপত্রে স্বাক্ষর দিতে চেয়েছিলাম। কিন্তু ঠিকাদারের ব্যাপক হুমকি-ধমকিতে আগেই স্বাক্ষর দিতে বাধ্য হই।

ঠিকাদারের মোবাইল নম্বরে একাধিক যোগাযোগ করার চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে শিক্ষা প্রকৌশল বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. ফখরুল আলম বলেন, কাজ তো ভালোই হয়েছিল, তবে সরজমিন গিয়ে বিষয়টি দেখব।

Bootstrap Image Preview