Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানিদের ভিসা দেওয়া বন্ধ করল বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ মে ২০১৯, ০৯:৫৯ AM
আপডেট: ২১ মে ২০১৯, ০৯:৫৯ AM

bdmorning Image Preview


পাকিস্তানিদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। গত ১৩ মে থেকে ইসলামাবাদের বাংলাদেশ মিশন ভিসা ইস্যু বন্ধ করে দেয় বলে গতকাল কূটনৈতিক সূত্রে জানা যায়। বাংলাদেশি এক কূটনীতিকের ভিসার মেয়াদ বাড়াতে বিলম্ব করার প্রতিবাদ হিসেবে বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্র জানায়।

জানা গেছে, পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (প্রেস) ইকবাল হোসাইন তার ভিসার মেয়াদ বাড়াতে গত ৯ জানুয়ারি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ে আবেদন করেন। এর দুইদিন পর পররাষ্ট্রমন্ত্রণালয় অনুমোদন দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে পাঠায়। গত চার মাস ধরে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে সেই আবেদন পড়ে আছে।

ইসলামাবাদে বাংলাদেশ মিশনের এক কূটনীতিক জানান, গত নভেম্বর থেকে ভিসা অফিসার পদটি শূন্য রয়েছে। ওই পদে ইকবালকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে দেওয়ার কথা। কিন্তু পাকিস্তান তার ভিসার মেয়াদ বাড়াচ্ছে না। এর প্রতিবাদ হিসেবে গত এক সপ্তাহ ধরে পাকিস্তানিদের ভিসা ইস্যু বন্ধ করা হয়েছে।

গত ৩০ মার্চ ইকবাল হোসাইনের ভিসার মেয়াদ শেষ হলেও পাকিস্তানের আশ্বাসে তিনি সেখানে আছেন। এ নিয়ে কয়েক দফা বৈঠক ও চিঠি চালাচালির পরও কোন সমাধান হয়নি। কর্মকর্তারা জানান, ইকবাল তার মেয়েকে নিয়ে ইসলামাবাদে বাস করছেন। তার স্ত্রী এবং সন্তান ঢাকায় আছেন। বাংলাদেশে পাকিস্তান হাইকমিশনে ভিসার জন্য আবেদন করেছেন ইকবাল হোসাইনের স্ত্রী ও সন্তান। তাদের ভিসা আবেদনেও অনুমোদন দেওয়া হয়নি।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, গত মার্চে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে সাকলায়েন সাদেকের নাম প্রস্তাব করে। বাংলাদেশ সেই প্রস্তাব অনুমোদন কিংবা প্রত্যাখ্যান কোনটিই করেনি।

Bootstrap Image Preview