Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফের ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ মে ২০১৯, ১১:২৬ AM
আপডেট: ২১ মে ২০১৯, ১১:২৬ AM

bdmorning Image Preview


ফের ইরানকে কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (২০মে) এ হুঁশিয়ার বার্তা দেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, আমেরিকার স্বার্থে আঘাত হানলে ইরানকে ‘বৃহৎ বাহিনী’র সঙ্গে লড়তে হবে। ট্রাম্প মধ্যপ্রাচ্যে আমেরিকার স্বার্থের কথা উল্লেখ করেন। এছাড়া ইরাকের রাজধানী বাগদাদের গ্রীন জোনে হামলার পেছনে ইরান আছে বলে ধারনা করছে যুক্তরাষ্ট্র।

সোমবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি মনে করি, ইরান মস্ত বড় ভুল করবে যদি তারা কিছু করে। এছাড়া গত রবিবার এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ইরান যদি যুদ্ধ করতে চায়, তাহলে তা হবে ইরানের আনুষ্ঠানিক সমাপ্তি।

সেসময় তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রকে হুমকি দিও না।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ বলেছেন, ট্রাম্পের আশপাশের কিছু মানুষ তাকে যুদ্ধ শুরুর উস্কানি দিচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনায় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সৌদি বাদশাহ সালমান ৩০শে মে মক্কায় এক জরুরী বৈঠকে বসার জন্য আরব লীগ এবং উপসাগরীয় দেশগুলোর জোট জিসিসি সদস্যদের আমন্ত্রণ পাঠিয়েছেন।

Bootstrap Image Preview