Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অবশেষে রাজধানীতে নামলো স্বস্তির বৃষ্টি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০১৯, ১০:১১ AM
আপডেট: ২২ মে ২০১৯, ১০:১৩ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


অবশেষে রাজধানীতে নামলো স্বস্তির বৃষ্টি। এতে গেল কয়েকদিনের গরমে অতিষ্ঠ জনজীবনে ফিরেছে স্বস্তি। ঘূর্ণিঝড় ফণীর আঘাতের পরবর্তী সময় থেকে তীব্র দাবদাহে পুড়ছিল ঢাকাসহ সারা দেশ। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিতে কমেছে তাপমাত্রা। 

বুধবার (২২ মে) সকাল সাড়ে ৯টা  দিকে রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। হঠাৎ বৃষ্টিতে রাস্তায় থাকা ব্যস্ত মানুষরা আটকে পড়েন। নিরাপদ আশ্রয়ের সন্ধানে আশেপাশের দোকানপাট, বাড়ির সামনের বারান্দা আশ্রয় নিতে দেখা যায় পথচারীরা। 

এর আগে আজ সকাল থেকেই রাজধানীতে রোদের তাপ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের ফাঁকে ফাঁকে মেঘ উঁকি দিতে থাকে। এ সময় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যায়। 

পবিত্র মাহে রমজানের শুরু থেকেই চলমান তাপপ্রবাহের কারণে যখন জনজীবন অতিষ্ঠ ঠিক সেই মুহুর্তে এই এক পশলা বৃষ্টি সকলের মনে প্রশান্তি ফিরে এনেছে।  

দীর্ঘদিন তাপদাহ থাকার পর এই বৃষ্টির ছোঁয়ায় মুহূর্তেই মেতে ওঠেন নগরবাসী। তবে শুধু রাজধানীতেই নয়, বৃষ্টির খবর এসেছে দেশের বিভিন্ন জেলা থেকে।

অবশেষে স্বস্তির বৃষ্টিতীব্র রোদের জ্বালা জুড়াতে রাজধানীতে অনেককেই দেখা গেছে বৃষ্টিতে ভিজতে। তবে আকস্মিক এই বৃষ্টিতে ভোগান্তিতেও পড়েছেন কেউ কেউ।

Bootstrap Image Preview