নির্ধারিত সময়ের আগেই আম সংগ্রহ করে তা কার্বাইড দিয়ে পাকানোর অভিযোগে বিপুল পরিমাণ অপরিপক্ব আম ধ্বংস করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকালে যাত্রাবাড়িতে ফলের আড়তে অভিযানে নামে র্যাব।
সেখানে জব্ধ করা হয় বিপুল পরিমাণ আম। সেগুলোতে কার্বাইড দিয়ে পাকানোর প্রক্রিয়া চলছিলো। এসময় আটক করা হয় কয়েকজন আড়তদারকে। জরিমানাও করে আদালত। পরে জব্দকৃত আম ধ্বংস করা হয়।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম নিরাপদ খাদ্য নিশ্চিতে সামনের দিনগুলোতে এ অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন। এদিকে, বাসের আগাম টিকিটের ভাড়া বেশি নেয়ায় এস আর ও এস আই পরিবহনকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।