Bootstrap Image Preview
ঢাকা, ২৩ শুক্রবার, মে ২০২৫ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কাতারে চিকিৎসায় ত্রুটি : ২ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

হাসান বখস, কাতার প্রতিনিধি
প্রকাশিত: ২২ মে ২০১৯, ০৬:২২ PM
আপডেট: ২২ মে ২০১৯, ০৬:২২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


এক রোগীর চিকিৎসায় ত্রুটির ঘটনায় একটি বেসরকারি হাসপাতাল ও একজন  চিকিৎসককে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে কাতারের একটি আদালত। 

সোমবার ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ১০ লাখ কাতারি রিয়াল দেওয়ার নির্দেশ দেন আদালত। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় দুই কোটি ৩২ লাখ ৫ হাজার  ৪১১ টাকা। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম গালফ টাইমসের খবরে বলা হয়েছে, ভুল চিকিৎসার কারণে ওই রোগী স্থায়ী ক্ষতির শিকার হয়েছেন।

নাকের সমস্যা ও অব্যাহত মাথাব্যথার চিকিৎসা নিতে হাসপাতালে গিয়েছিলেন ওই  রোগী। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চেকআপের পর তাকে সার্জারির পরামর্শ  দেওয়া হয়। কিন্তু সার্জারির পর তার শরীরে নানা জটিলতা দেখা দেয়। এর মধ্যে রয়েছে মাথা ঘোরানো ও ডান কানে শুনতে অসুবিধার মতো গুরুতর সমস্যা। এমনকি রোগীর মুখের ডান পাশ অসাড় হয়ে পড়ে।

এ ঘটনায় আদালতে মামলা করেন ওই রোগী। রায়ে আদালত তাকে ১০ লাখ কাতারি  রিয়াল বা দুই কোটি ৩২ লাখ ৫ হাজার ৪১১ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন।

গালফ নিউজের খবরে বলা হয়েছে, সংশ্লিষ্ট চিকিৎসক আরবি না জানায় রোগীর কথা ঠিকমতো বুঝতে ব্যর্থ হন।

Bootstrap Image Preview